নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চট্টগ্রামে রাস্তায় নামছে না গণপরিবহন। শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন জানান, জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু ভাড়া তো বাড়েনি। এই অবস্থায় ভাড়া না বাড়ালে গাড়ির খরচ-বেতন চালানো সম্ভব হবে না। তাই ভাড়া পুনঃনির্ধারণ করতে হবে। নগরের বিভিন্ন রুটে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতায় প্রায় ৬০০ গণপরিবহন চলাচল করে।এদিকে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও অন্যান্য গণপরিবহন চলাচল করছে। তবে গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন স্থানে বাধা পাচ্ছেন বলে জানিয়েছেন চালকরা।সকাল থেকে অফিসগামী ও কর্মজীবীরা গণপরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন। রিকশা, টেম্পো ও মোটরসাইকেল ভাড়া নিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।