ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস
ঢাকা: ঈদুল আযহার টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আযহার ছুটি শেষ হয়েছে সোমবার (১১ জুলাই)। আজ থেকে খুলেছে সব সরকারি অফিস। মঙ্গলবার (১২ জুলাই) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খুলেছে। গত রোববার (১০ জুলাই) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনি, রবি ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল। ৷ ঈদের ছুটির আগে দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি।

জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আজ থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন: সেতুমন্ত্রী