রাজধানীর হাতিরঝিলে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন বেসরকারি চাকরিজীবী জাকারিয়া ইসলাম। সেলফি তুলছিলেন তিনি। জাকারিয়া বলেন, সারাবছর কাজের চাপ থাকে। ফলে, ঘুরতে বের হওয়া হয় না তেমন একটা। এখন তো ঢাকা ফাঁকা। তাই স্ত্রী-সন্তানকে নিয়ে একটু বেড়াতে এসেছি। ঈদে ছুটি পাই নি। তাই, ঢাকাতেই নিজের মতো করে ঈদ উৎযাপন করছি।
চার বন্ধু মিলে হাতিরঝিলে ঘুরতে আসা একটি দলের সঙ্গে কথা হয়। তাদের একজন কথায়-কথায় বললেন, হাতিরঝিলের পরিবেশটা ভালো লাগে। খোলা জায়গা, বাতাস আছে প্রচুর। এজন্য এখানে ঘুরতে এসেছি। আমাদের গ্রামের বাড়ি একই জায়গায়। কিন্তু, এই ঈদে যেতে পারিনি। তাই একসঙ্গে ঘুরছি।
ধানমণ্ডি লেক এলাকায় দলবেঁধে ঘুরছিল একদল ছোট শিশু। জানালো, আমাদের বাসা কাছেই। এখানে ঘুরতে এসেছি। আজকে ঈদ তাই বাসায় বকবে না।
এদিকে, ফাঁকা ঢাকায় বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা ছিল। পাশাপাশি কিছু জায়গায় র্যাব সদস্যদেরও বিশেষ টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন তারা।