নিউজ ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মানিক মিয়া নামে ওই যাত্রী ঢাকায় আসেন।তার কাছ থেকে ২১টি বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি৯ ৫১০) এক যাত্রী চোরাচালানের স্বর্ণ বহন করছে। এর পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ৬ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে মানিক মিয়াকে আটক করা হয়।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রিন চ্যানেলে এনে ব্যাগ তল্লাশি করে ২১টি স্বর্ণ বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর বিধান অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।