শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগেছে।  রোববার (২৯ মে) সকাল ৯টা ৪০ মিনিটে একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। গ্যাসভিত্তিক এই উৎপাদন কেন্দ্রে আগুনের কুন্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন জানান, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির শাহজিবাজার ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপর ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। আগুনের কুন্ডলী দেখে এলাকাবাসী কিছুটা আতঙ্কিত। তবে এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোনটিরই ব্যাঘাত ঘটেনি।তিনি আরও বলেন, দ্রুত আগুন  নিয়ন্ত্রণের  জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা এখনই বলে যাচ্ছে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি