শপথ নিয়েছে শাহবাজের নতুন মন্ত্রিসভা

শপথ নিয়েছে শাহবাজের নতুন মন্ত্রিসভা

নিউজ ডেস্ক : ইমরান পরবর্তী পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগ (নওয়াজ) নেতা শাহবাজ শরীফ। অবশেষে শপথ নিয়েছে পাকিস্তানের সেই নতুন মন্ত্রিপরিষদ।প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার মন্ত্রীদের নাম ঘোষণা করলেও প্রেসিডেন্ট আরিফ আলভির অসুস্থতার কারণে একদিন পিছিয়ে যায় শপথগ্রহণ অনুষ্ঠান।মঙ্গলবার পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সাদিক সানজ্রানি প্রেসিডেন্টের বদলে শাহবাজের মন্ত্রিসভাকে শপথ পড়িয়েছেন।  আগের প্রতিবেদনে ৩৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন জানানো হলেও ডন তাদের সবশেষ প্রতিবেদনে জানিয়েছে ৩১ জনের মন্ত্রিসভা সিনেট চেয়ারম্যানের কাছে শপথ নিয়েছে।এর আগে পাকিস্তানে শনিবার (৯ এপ্রিল) দিনগত রাতে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। সোমবার ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি