বুধবার (৩০ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন। তিনি বলেন, মিরপুরে দন্তচিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়েছে। বিকেল তিনটায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।ডিবি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।গরীব মানুষকে বিনা টাকায় চিকিৎসা দিয়ে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন আহমেদ মাহী বুলবুল। এর বাইরে পথশিশুদের জন্য কাজ করতেন তিনি। যুক্ত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমেও।রোববার (২৭ মার্চ) ভোরে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে বেরিয়ে আর ঘরে ফেরা হয়নি বুলবুলের। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হলে চিকিৎসা পেতে দেরি হওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩৮ বছর বয়সী এই চিকিৎসক।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।