চেয়ারে বসে নিপুণ বললেন, ‘আমার যুদ্ধ চেয়ারের জন্য নয়’

চেয়ারে বসে নিপুণ বললেন, ‘আমার যুদ্ধ চেয়ারের জন্য নয়’
বিনোদন ডেস্ক  : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশ দিয়েছেন। একই সঙ্গে জায়েদ খানের পক্ষে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এই সময় পাশে থাকা চিত্রনায়ক সায়মন সাদিক জানান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে যে কাগজ দেখিয়ে জায়েদ খান শপথ নিয়েছেন, সেটি ‘জাল’।

এই প্রসঙ্গে সাইমন বলেন, ‘আসলে ওই কাগজ ভুয়া ছিল। কাগজ দেখতে চেয়েছিলাম কিন্তু উনি কাউকে দেখাননি। কাগজটা সঠিক ছিল না বলে কাউকে জায়েদ খান দেখায়নি। ’

জায়েদ খান ‘জাল ও অনৈতিক কাগজ’ দেখিয়ে শপথ নিয়েছেন উল্লেখ করে সাইমন বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ার কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছেন, কাগজ সঠিক কিনা জানেন না। তবে জায়েদ খান যে কাগজ দেখিয়েছেন সেটা আইন সিদ্ধ নয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন