বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন
আন্তর্জাতিক আদালত : সিরিজ বিস্ফোরণ মামলার দীর্ঘ শুনানির পর ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনের ফাঁসির আদেশ এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আহমেদাবাদের একটি বিশেষ আদালত। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিশেষ আদালত এই রায় দেন।  ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়।  ২০০৮ সালের ২৬ জুলাই গুজরাটের ওই শহরে সন্ত্রাসী হামলায় অন্তত ৫৬ জন নিহত হন। এতে ২০০ জনেরও বেশি আহত হন। এ ঘটনায় তদন্তে নেমে মোট ৪৯ জনকে দায়ী করে।  ওই দিন আমেদাবাদের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ হয়। সরকারি হাসপাতাল, পৌরনিগমের আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্র, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত এলজি হাসপাতাল, বাস, রাস্তার ধারে রাখা সাইকেল, গাড়ি সমেত বিভিন্ন জায়গায় একের পর এক মোট ২১টি বোমা হামলা চালায় আসামিরা।  ২০০২ সালের গুজরাত দাঙ্গার বদলা নিতেই ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। হামলার দিন জখম ব্যক্তিদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সেখানেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় সামনে আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নাম। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি