নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মাটিকাটা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে বাদল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে রড মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতো।শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে মাটিকাটা দেওয়ানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।তার সহকর্মী মো. নাহিদ হাসান জানান, বাদল রড মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো। শনিবার তৃতীয় তলার ছাদ ঢালায়ের কাজ চলছিলো। কাজ করার সময় ভবনের পাশ দিয়ে নিচে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সহকর্মীরা জানান, তার বাড়ি বগুরার সোনাতলা থানা বালুয়াহাট গ্রামে। বর্তমানে মাটিকাটার ওই ভবনটিতেই থাকতো। দীর্ঘ দেড় মাস ধরে তারা নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলো।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে বাদল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।