রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর মাটিকাটা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে বাদল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে রড মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতো।শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে মাটিকাটা দেওয়ানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।তার সহকর্মী মো. নাহিদ হাসান জানান, বাদল রড মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো। শনিবার তৃতীয় তলার ছাদ ঢালায়ের কাজ চলছিলো। কাজ করার সময় ভবনের পাশ দিয়ে নিচে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সহকর্মীরা জানান, তার বাড়ি বগুরার সোনাতলা থানা বালুয়াহাট গ্রামে। বর্তমানে মাটিকাটার ওই ভবনটিতেই থাকতো। দীর্ঘ দেড় মাস ধরে তারা নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলো।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে বাদল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন