আন্তর্জাতিক ডেস্ক ; দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। স্থানীয় কর্মকর্তা জেপি স্মিথ বলেন, ভবনের তিন তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩৬ জন দমকলকর্মী কাজ করছিলেন। তারা আগুন নিয়ন্ত্রণে আরও সহায়তা চেয়েছেন। শহরের জরুরি বিভাগের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ছাদে এবং সংসদ ভবনের ভেতর আগুন ছড়িয়েছে। এছাড়া ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে বলে জানান তিনি। কেপটাউনের দমকল বিভাগের মুখপাত্র জেরমাইন ক্যারেল জানান, আগুনে কোনো মানুষ হতাহত হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।