পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকা: পৌষের এ সময়ে দিনের তাপমাত্রা কমলেও বেড়েছে রাতের তাপমাত্রা। এ অবস্থায় দেশের পাঁচটি বিভাগ ও তিনটি জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের আভাস দেখছে আবহাওয়া অফিস।বুধবার (২৯ ডিসেম্বর) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ যশাের, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।শুক্রবার (৩১ ডিসেম্বর) নাগাদ আবহাওয়ার উন্নতি হতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাতের তাপমাত্রা আরও কমবে।বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি