নিউজ ডেস্ক : কলরেকর্ড ফাঁসের পর সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কাউকে না জানিয়েই চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে এসেছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। পরে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আসলে কাউকে না জানিয়েই গভীর রাতে হোটেল ছাড়েন এ বিতর্কিত মন্ত্রী।মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে রেডিসন ব্লু হোটেলের ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা রাফাত সালমান এ তথ্য জানিয়েছেন। রাফাত সালমান বলেন, ডা. মুরাদ হাসানের জন্য একটি রুম অগ্রীম বুকিং দেওয়া হয়েছিল। দুপুরে তিনি হোটেলে চেকইন করেন। রাতে তিনি হোটেল ছেড়ে চলে যান। জানা গেছে, হোটেলে প্রবেশ এবং বের হওয়ার সময় তার সঙ্গে কোনো প্রটোকল ছিল না। এছাড়া রাতে হোটেল ছেড়ে যাওয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাও মানেনি বলে জানান সুত্রটি। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সর্বশেষ চিত্র নায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হলে নতুন করে বিতর্কের মুখে পড়ে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।