নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ফাতেমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌরাস্তা সংলগ্ন কালাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামহরিতালুক গ্রামের জাহের সুমনের স্ত্রী।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে সুমন ও তার স্ত্রী ফাতেমা সোনাইমুড়ী উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ চৌরাস্তার কালাপোল এলাকায় এলে সোনাইমুড়ীগামী একটি তেলবাহী ট্যাংকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা ফাতেমা রাস্তায় পড়ে গেলে ট্যাংকারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক তেলবাহী ট্যাংকারটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্যাংকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।