বিনোদন ডেস্ক : একটি বিখ্যাত ফরাসি থ্রিলার ‘স্লিপলেস নাইট’-এর হিন্দি রিমেক করতে যাচ্ছেন পরিচালক আলী আব্বাস জাফর। সিনেমাটি যে নায়ক হিসেবে অভিনয় করবেন অভিনেতা শহীদ কাপুর, সে খবর বেশ পুরনো।তবে সম্প্রতি সিনেমাটিতে শহীদের স্ত্রীর চরিত্রের জন্য ভূমি পেডনেকরকে নাকি প্রস্তাব দিয়েছিলেন পরিচালক, কিন্তু তাকে ফিরিয়েছে দিয়েছেন অভিনেত্রী!সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্রের খবর, গল্পটি এক রাতের, তাই শহীদের স্ত্রীয়ের চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। এসব দিক ভেবে ভূমিকেই নির্মাতার পছন্দ হয়েছিল। সম্প্রতি অভিনেত্রীকে প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু চিত্রনাট্য না শুনেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ভূমির নাকি মনে হয়েছে, নেটফ্লিক্সের এই সিনেমায় শহীদের বিপরীতে তার বিশেষ কিছু করার নেই।এরপর অবশ্য থেমে নেই পরিচালক। নতুন অভিনেত্রীর সন্ধান ফের শুরু করে দিয়েছেন তিনি।জানা গেছে, এই সিনেমায় দুর্ধর্ষ সব স্টান্টের পাশাপাশি থাকবে হাড় হিম করা অ্যাকশন দৃশ্য। মাত্র এক রাতের ঘটনা নিয়ে বোনা হয়েছে পুরো গল্প। ভয়ঙ্কর মাফিয়া দলের কেবল থেকে অপহরণ হয়ে যাওয়া নিজের শিশু কন্যাকে কীভাবে এক রাতের মধ্যে উদ্ধার করবেন শহীদ, তা দর্শক দেখতে পাবেন পর্দায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।