রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ

রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
নিউজ ডেস্ক  :  রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের মানবিক সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস এ তথ্য জানিয়েছেন।বাংলাদেশ সফররত জেনেজ লেনারসিস এক ভিডিও বার্তায় জানান, রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।জেনেজ লেনারসিস বাংলাদেশ সফরকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রকল্প পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।সফরকালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিনদিনের সফরে  বাংলাদেশ এসেছেন জেনেজ লেনারসিস।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত