টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরব আমিরাতের শারজাহতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গ্রুপপর্বে উড়তে থাকা লঙ্কানদের অধিনায়ক দাসুন শানাকা। এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অপরদিকে শ্রীলঙ্কা দলেও এক পরবর্তন এসেছে। মহিশ থিকশানার বদলে জায়গা পেয়েছেন ভিনুরা ফার্নান্দো।  এর আগে গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেলেও ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় নিয়ে সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করে টাইগাররা। অপরদিকে গ্রুপপর্বের তিনটি ম্যাচই জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে লঙ্কানরা।  গ্রুপপর্বে নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডকে পরপর তিন ম্যাচ হারিয়ে ইতোমধ্যে বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। অপরদিকে নিজেদের দিনে কাউকে ছাড় দেয় না টাইগাররাও। আজ রোববার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভ লড়াইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে দু’দল। এরপর বোঝা যাবে কারা পাচ্ছে ২ পয়েন্ট।
বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, ভিনুরা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা ও লাহিরু কুমারা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না