বিশ্বকাপ চলাকালেই পাপন-মাহমুদউল্লাহর কথার লড়াই

বিশ্বকাপ চলাকালেই পাপন-মাহমুদউল্লাহর কথার লড়াই
স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের কাছে হারের পর তিন সিনিয়রের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এর জবাবে দুই দিন আগে মুখ খুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।এবার তার পাল্টা জবাব দিলেন পাপনও। বিসিবি প্রধানের মতে, রিয়াদের কথাবার্তা আবেগের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে বোর্ড প্রধান ও অধিনায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সিঁদুরে মেঘ দেখছেন ক্রিকেটমহলের অনেকেই।এক বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে পাপন বলেন, ‘দুইটা জিনিস আমি বুঝতে পারছি না। যেটা ও বলল, তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় খারাপ লেগেছে। আমার মনে হয় না কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছে…আমি একবারের জন্যও তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সে বলেছে আমি তাদের অপমান করেছি। আমার মনে হয় এটা শুধু আবেগী কথা। আমি এখনো বলছি, প্রথম ম্যাচে তাদের পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি, মনোভাব নিয়ে আমি খুশি ছিলাম না। ‘তিনি আরও বলেন, ‘সে (মাহমুদউল্লাহ) বলল, তারা মানুষ কিন্তু একই সঙ্গে দলের সমর্থকদের সবাইও কিন্তু মানুষ আর বিসিবিতে যারা আছে তারাও। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না। ‘এর আগে স্কটল্যান্ডের কাছে হারের পর পাপন তিন সিনিয়র খেলোয়াড় অর্থাৎ সাকিব-মুশফিক ও রিয়াদকে খোঁচা মেরে বলেছিলেন, ‘কাউকে তিনে খেলাতেই হবে, কাউকে চারে খেলাতেই হবে- এটা তো ম্যাচের কন্ডিশনের ওপর নির্ভর করে। তাই এটিও আরেকটি কারণ। … ওরা কী ভেবেছিল জানি না। ওদের মাথায় কী চলছিল জানি না। তবে আমার বিশ্বাস, আমাদের ক্রিকেটাররা আরও বড় দলের বিপক্ষে ভালো খেলতে পারে।এরপর পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর মাহমুদউল্লাহ বলেন, ‘অনেক প্রশ্ন এসেছে আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি। আমরাও মানুষ। আমাদেরও অনুভূতি কাজ করে। ‘

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম