নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১০০

নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১০০
আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে। এখনো হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ।শুক্রবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে পুলিশের মুখপাত্র বসন্ত বাহাদুর কুনওয়ার জানান, দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছেন যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।বাহাদুর কুনওয়ার আরও বলেন, অন্তত ৪০ জন মানুষ ভূমিধস ও বাড়িঘর ধসে আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত অন্তত ৪১ জন ব্যক্তি নিখোঁজ আছেন।পুলিশ বলছে, বাস্তুচ্যুত, বন্যাক্রান্ত ও ভূমিধসপ্রবণ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে নেপাল পুলিশ। দেশের বিভিন্ন অংশে পণ্য ও যাত্রী পরিবহন সচল রাখতে রাস্তা পরিষ্কারেও পুলিশ সদস্যরা কাজ করছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি