আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে। এখনো হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ।শুক্রবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে পুলিশের মুখপাত্র বসন্ত বাহাদুর কুনওয়ার জানান, দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছেন যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।বাহাদুর কুনওয়ার আরও বলেন, অন্তত ৪০ জন মানুষ ভূমিধস ও বাড়িঘর ধসে আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত অন্তত ৪১ জন ব্যক্তি নিখোঁজ আছেন।পুলিশ বলছে, বাস্তুচ্যুত, বন্যাক্রান্ত ও ভূমিধসপ্রবণ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে নেপাল পুলিশ। দেশের বিভিন্ন অংশে পণ্য ও যাত্রী পরিবহন সচল রাখতে রাস্তা পরিষ্কারেও পুলিশ সদস্যরা কাজ করছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।