বিনোদন ডেস্ক : জেল হেফাজতে আছেন শাহরুখপুত্র আরিয়ান। মুম্বাইয়ের বিশেষ আদালত সর্বশেষ গত বুধবার (২০ অক্টোবর) তার জামিন নামঞ্জুর করেছেন।এদিকে, মুম্বাই হাইকোর্টে আরিয়ানের জামিন আবেদন করতে সব প্রস্তুতি নিয়েছেন তার পরিবার ও আইনজীবীরা বলে জানা গেছে। আরিয়ানের মুক্তি না মেলায় কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শাহরুখ পরিবার। অতীতে সন্তানদের নিয়ে যে ভয় ছিল কিং খানের তা এখন বাস্তবতা। শাহরুখের বেশ কয়েক বছর আগেকার একটি ভিডিও সামনে এনেছে ‘বাদশা’র ভক্তরা। তাতে কাজলের সঙ্গে ‘কফি উইথ করণ’-এ দেখা যাচ্ছে শাহরুখকে।ওই শোতে সন্তানদের কথা জিজ্ঞাসা করা হয়েছে তাকে। উত্তরে কিং খান বলেছেন, নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিই, তার অর্থই হল সন্তান। আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।শাহরুখ বলেন, ‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ভয় পাই আমি বার বার। তাদের জন্য আমি সব কিছু পিছনে ফেলে রাখতে পারি। ’ এই ভিডিও ফেসবুকে ভাগ করে নিয়েই শাহরুখকে ভরসা দিয়েছেন অনুরাগীরা। সবার প্রার্থনা, আরিয়ান যেন তাড়াতাড়ি জামিন পেয়ে বাড়ি ফেরেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।