পাঁচ হাজার টাকার মামলা, বাইকে আগুন দিলেন ক্ষুব্ধ চালক

পাঁচ হাজার টাকার মামলা, বাইকে আগুন দিলেন ক্ষুব্ধ চালক
নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর পলাশীতে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও রাইড শেয়ারিংয়ের এক চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন।মামলায় ত্যক্তবিরক্ত হয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের দিকে নিজের ডিসকভার মোটরসাইকেলে আগুন দেন ইলিয়াস মিয়া (৪০) নামের ওই ব্যক্তি।জানা গেছে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মাস কয়েক আগে চার হাজার টাকা জরিমানা করে মামলা দিয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট। কিন্তু সেই জরিমানার টাকা এখনও দিতে পারেননি বলে তাকে আরও এক হাজার টাকা জরিমানা করে মামলা দেওয়া হয়।  লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ জানান, পাঠাও চালক ইলিয়াসের বিরুদ্ধে আগের দুটি মামলা ছিল। আজ আরও একটি মামলা দেয় সার্জেন্ট। তৃতীয় মামলার পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে গিয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।ওসি আরও বলেন, ইলিয়াসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি ১৩ বছর দেশের বাইরে ছিলেন। তার কাপড়ের ব্যবসা ছিল। করোনায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেড় মাস আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে তিনি ঢাকায় আসেন। যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় একটি মেসে থেকে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালান।ইলিয়াস দুই সন্তানের জনক। তার স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকে।প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় রাইড শেয়ারিংয়ের আরেক চালক ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানাতে নিজের মোটরসাইকেলে আগুন দেন।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

ব্যবসায়ীকে ব্লাকমেইলের মাধ্যমে করে টাকা আদায়ের অভিযোগে ২ নারী আটক

পথশিশুদের পাশে ছাত্রদল নেতা রনি