নামাজের পর বিক্ষোভ মিছিল, সংঘর্ষ

নামাজের পর বিক্ষোভ মিছিল, সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক  : কুমিল্লায় ‘কোরআন অবমাননার’ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ছোড়ে। মিছিল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।  মিছিলটি রাজধানীর কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত হন বলে জানিয়েছে পুলিশ।  এ ঘটনায় ৩ জনকে আটক  করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।ডিএমপির রমনা বিভাগ সহকারী কমিশনার (এসি) বাইজিদুর রহমান বলেন, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ২-৩ হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ে আসে। সেখানে মিছিলটিতে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়ে ও লাঠিসোটা নিয়ে হামলা করে। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ।তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।শুক্রবার জুম্মার নামাজ শেষে বাইতুল মুকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কুমিল্লায় কোরআন আবমাননাকারীদের বিচারের দাবিতে ‘মালিবাগ মুসলিম যুবসমাজ’- এর ব্যানারে মিছিলটিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন