স্পোর্টস ডেস্ক : প্রথম প্রস্তুতি ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) তবু লড়াই করে হেরেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের সামনে দাঁড়াতেই পারল না টাইগাররা।বোলিংয়ে মোস্তাফিজ-শরিফুলরা বেধড়ক পিটুনি হজম করার পর ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল লিটন দাসের দল।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আইরিশদের বিপক্ষে ৩৩ রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৭৮ রানের বড় টার্গেট ছুড়ে দেয় আইরিশরা। জবাবে সব উইকেট হারিয়ে ১৪৪ রানে থামেন লিটন-সৌম্যরা।আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের এই ম্যাচে অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদকে ছাড়াই মাঠে নামে টাইগাররা। আইপিএলের জন্য ছিলেন না সাকিব আল হাসান। তবে রাজস্থান রয়্যালসের আইপিএল পর্ব আগেই শেষ হয়ে যাওয়ায় দলের সঙ্গে যোগ দেওয়া মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হয়।রান তাড়া করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৫ রানেই তিন উইকেট হারায় টাইগাররা। সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ নাঈম (৩), লিটন দাস (১) ও মুশফিকুর রহিম (৪)। আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি আফিফ হোসেন (১৭)। মাত্র ৫২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের ভরসা হয়ে ছিলেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার খেলছিলেনও ভালোই। কিন্তু দলকে ৮২ রানে রেখে রান আউট হয়ে ফেরেন তিনিও। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৩০ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৭ রান। এরপর দ্রুত ফেরেন শামিম হোসেন (১)। ৯০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর মেহেদী হাসানকে নিয়ে লড়াই চালিয়ে যান নুরুল হাসান সোহান। শেষ ৫ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮২ রান। এর মাঝে আবার নুরুলকে রেখে ড্রেসিং রুমে ফেরেন মেহেদী হাসান (৯)। কিন্তু লক্ষ্য বিশাল বলেই ধীরে ধীরে হাত খুলতে শুরু করেছিলেন নুরুল। কিন্তু তিনিও ইনিংস দীর্ঘ করতে ব্যর্থ হন। ডানহাতি এই উইকেটরক্ষক-ব্যাটার বিদায়ের আগে ২৪ বলে ৬ চারে করেন ৩৮ রান। মাত্র ২ উইকেট হাতে রেখে শেষ ১৮ বলে ৫৯ রানে লক্ষ্য তাড়া করার মতো কোনো সম্ভাবনা ছিল না বাংলাদেশের। আর হয়ওনি। দশে নামা নাসুম আহমেদ কোনো রান না করেই বিদায় নেন। ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন তাসকিন এবং শেষ উইকেট হিসেবে বিদায় নেওয়া মোস্তাফিজ করেন ৭ রান।বল হাতে আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়াং, জশুয়া লিটল এবং মার্ক অ্যাাডাইর ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট গেছে সিমি সিং ও বেন হোয়াইটের দখলে। এর আগে গ্যারেথ ডিলানির ৫০ বলে ৮৮ রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। অধিনায়ক বালবার্নি করেন ২৫ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন। বোলিংয়ে বাংলাদেশের তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন। আর নাসুম আহমেদ ৩ ওভারে ৩৩ রান দিয়ে শিকার করেন একটি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ৪ ওভারে ৪১ ও মুস্তাফিজুর রহমান ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।এর আগে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে খেলবে টাইগাররা। আগামী রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।