বিনোদন ডেস্ক : বড় ও ছোট পর্দা মিলিয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) একই দিনে পাঁচ অভিনেত্রীর জন্মদিন। মেহের আফরোজ শাওন, সাবরিনা সুলতানা কেয়া, সোহানা সাবা, মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম জীবনের নতুন আরেকটি বছরে পা দিয়েছেন।রাত থেকে তারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছায় বাসছেন। তবে তাদের কেউ বড় কোনো আয়োজনে জন্মদিন উদযাপন করছেন না। একান্ত ঘরোয়া আয়োজনে কেক কেটে এবারের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখবেন।দিনটি নিয়ে মেহের আফরোজ শাওন বলেন, জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। তাছাড়া জন্মদিনের কোনো বিশেষত্ব আমার কাছে নেই। আজকে হয়তো সন্তানদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যাব।সোহানা সাবা বলেন, আমার কাছে পুরো বছরের সবচেয়ে প্রিয়দিন আমার জন্মদিন। আগে আমাকে কেউ সারপ্রাইজ দিক তা পছন্দ করতাম না, এখন পছন্দ করি নানান রকম সারপ্রাইজ দেয়াও হচ্ছে আমাকে! আমিও যারপরনাই খুশি। জীবনটা সত্যিই সুন্দর।এদিকে দুই লাক্স তারকা মৌসুমী হামিদ এবং নাদিয়া আফরিন মিমও জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করেননি বলে জানিয়েছেন। তাদের মতো চিত্রনায়িকা কেয়াও পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।