সিইসিকে আদালত অবমাননার নোটিশ সাকির

সিইসিকে আদালত অবমাননার নোটিশ সাকির
নিজস্ব প্রতিবেদক : আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় ও নির্দেশনা কেন বাস্তবায়ন করা হয়নি, তা জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন দলটির সমন্বয়কারী।রোববার (১০ অক্টোবর) দলটির সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে উচ্চ আদালতে আদালত অবমাননার আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।এর আগে ২০১৮ সালে ১১ নভেম্বর দলটির সমন্বক জোনায়েদ সাকির করা রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ১১ এপ্রিল রায় ঘোষণা করেন আদালত। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।ওই দিন রায়ের পরে জ্যোতির্ময় বড়ুয়া বলছিলেন, এ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে আইন অনুসারে নিবন্ধন দিতে হবে।রোববার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রায় পৌঁছানের পরেও সিইসি কোনো পদক্ষেপ নেননি। তাই এ নোটিশ দেওয়া হয়েছে ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী