তুরাগে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ

তুরাগে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে আমিন বাজার কয়লার ঘাট তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী।শনিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে কয়লার ঘাট তুরাগ নদীতে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।লিমা খানম বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। অন্যান্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল এখনো কাজ করে যাচ্ছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”