নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে আমিন বাজার কয়লার ঘাট তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী।শনিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে কয়লার ঘাট তুরাগ নদীতে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।লিমা খানম বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। অন্যান্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল এখনো কাজ করে যাচ্ছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।