ফেনী প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক তরুণীর কাছ থেকে মাদকের নতুন সংস্করণ ক্রিস্টাল মিথাইল এমফিটামিন ‘আইস’ উদ্ধার করেছে পুলিশ ।শনিবার (০২ অক্টোবর) বিকেলে জোরারগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।এর আগে শুক্রবার (০১ অক্টোবর) দিনগত রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় পূর্বের খবর অনুযায়ী ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। এ সময় মাদক বহন করার অভিযোগে নুসরাত ফাতেমা (২২) নামে এক তরুণীকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৫০ হাজার টাকা।গ্রেফতার নুসরাত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব মাদক ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি।জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরীর এক ব্যক্তি থেকে এসব আইস সংগ্রহ করে ঢাকায় নেওয়া হচ্ছিল। এসব মাদক বিক্রির সঙ্গে কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। নুসরাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।