কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে হৃদয় মিয়ার (২৫)।শুক্রবার (০১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম নিদান মিয়া (৫০)। তিনি উপজেলার দড়ি-চরিয়াকোনা এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে বাড়ি ফিরছিলেন নিদান মিয়া। নেশার টাকা না দেওয়ায় পূর্ব আক্রোশের জেরে বাবাকে নিদানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে ভোররাতে মারা যান তিনি।এদিকে শনিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলা এলাকা থেকে ঘাতক হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে হৃদয়কে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।