আন্তর্জাতিক ডেস্ক : কোমর পানিতে নেমে শিশুদের পোলিও টিকা খাওয়াচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এমন একটি ছবি ভাইরাল হয়েছে।ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জলমগ্ন কিছু এলাকা ডুবে গেছে বন্যার পানিতে। কিন্তু শিশুদের তো পোলিও টিকা খাওয়াতেই হবে। তাই স্বাস্থ্যকর্মীরা কোমর পানি, বুক পানিতে নেমেই টিকা খাওয়াচ্ছেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী সেখানে বানের পানি বেড়েই চলেছে। কিন্তু এরইমধ্যে পোলিও কর্মসূচির কারণে বিপাকে পড়েছেন অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা।শিশুদের কাঁধে-মাথায় নিয়ে কোমর পানি ঠেলে অভিভাবকরা যেমন টিকা খাওয়াতে আনছেন, তেমনি স্বাস্থ্যকর্মীদেরও কোমর পানিতে দাঁড়িয়েই কাজ করতে হচ্ছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।