লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের রাস্তা মেঘনা নদীর জোয়ারের পানির তোড়ে ভেঙে গেছে।রোববার (১২ সেপ্টেম্বর) থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।কিন্তু রাস্তা না থাকায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হবে।তাদের যাতায়াতের জন্য বিদ্যালয় সংলগ্ন খালের ওপর অস্থায়ীভাবে গাছ ফেলে রাখা হয়েছে। কিন্তু গাছের ওপর দিয়ে যাতায়াত করা কোমলমতি শিক্ষার্থীদের জন্য অনিরাপদ বলে জানান স্থানীয়রা।বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু ছায়েদ বলেন, কাদির পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাটাখালী খালে খুব সহজে মেঘনার জোয়ারের পানি ঢুকে পড়ে। গেল বছর অতিরিক্ত জোয়ারের পানির তোড়ে খালের ওপর থাকা দুটি কালভার্ট ও রাস্তা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ওই রাস্তা দুটি দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতো শিক্ষক এবং শিক্ষার্থীরা। কিন্তু গত দেড় বছর করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় যাতায়াতের পথ তৈরি করা হয়নি। রাস্তা বা কালভার্ট তৈরি করা না হলে ছোট ছোট শিক্ষার্থীদের যাতায়াত বিপজ্জনক হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, আপাতত বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। খালের ওপর গাছ ফেলে কোনো ভাবে যাতায়াত করা হয়। কিন্তু শিক্ষার্থীরা গাছের ওপর দিয়ে যাতায়াত করাটা বিপজ্জনক। তাই বিদ্যালয় খোলার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেই খালের ওপর মাটি ফেলে রাস্তা তৈরি করা হবে।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বিদ্যালয়ে যাতায়াতের জন্য খালের ওপর একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে শিক্ষক-শিক্ষার্থীরা যেন এখন যাতায়াত করতে পারে সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।