ত্রিপুরায় সিপিআইএম ও পত্রিকা অফিসে আগুন

ত্রিপুরায় সিপিআইএম ও পত্রিকা অফিসে আগুন
আগরতলা (ত্রিপুরা): রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোটা ত্রিপুরা রাজ্য। শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআইএম দলের কর্মী-সমর্থকদের মধ্যে গোমতী জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।বুধবার (৮ সেপ্টেম্বর) এ সংঘর্ষের সূত্রপাত হয় জেলার উদয়পুরে।জানা যায়, আগরতলা শহরের মেলার মাঠ এলাকার সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির অফিস ও রাজ্য কমিটির অফিসে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের সামনে থাকা একাধিক গাড়ি ও মোটরবাইক ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। দীর্ঘ সময় ধরে পুলিশের সামনেই চলে এ তাণ্ডব।সিপিআইএম দলের সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী অভিযোগ করে বলেন, বিজেপি নেতাদের মদতে এবং কয়েকজনের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে।
সিপিআইএম দলের অফিস ভাঙচুরের পাশাপাশি একটি সংবাদমাধ্যমের অফিসেও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা।ওই সংবাদমাধ্যমের সম্পাদক এবং মালিক অনল রায় চৌধুরী অভিযোগ করে বলেন, শাসক দল বিজেপির কর্মী-সমর্থকরা মিছিল শেষে এ ভাঙচুর চালায়। পাশাপাশি আমাদের একাধিক গাড়ি ও মোটরবাইক ভেঙে ফেলে। আমাদের অফিসেও আগুন দিয়েছে।তিনি আরও বলেন, এ সময় প্রচুর সংখ্যক পুলিশকর্মী এমনকি পশ্চিম আগরতলা থানারও ওসি দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বাধা দেননি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি রুপি।এ ঘটনায় তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। এ সব ঘটনা বন্ধ করা না হলে মানুষ এর উপযুক্ত জবাব দেবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন