পটুয়াখালীতে ভেজাল বিরোধী অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালীতে ভেজাল বিরোধী অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে র‍্যাবের বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১ উপলক্ষে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি হোটেল ও রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।র‌্যাব-৮ (পটুয়াখালী ক্যাম্প)-এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালী জেলা শহরের চৌরাস্তা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে স্টার রেস্তোরাঁ ও সুইটস হোটেলের মালিক সৈয়দ সিরাজকে ২০ হাজার টাকা, ভোজন বাড়ি হোটেলের মালিক শরীফ হোসেনকে ২০ হাজার টাকা, হাজী বিরিয়ানী হাউজের মালিক মো. নূর ইসলামকে ১৫ হাজার টাকা এবং প্রিন্স রোস্তোরাঁ সুইটস এন্ড বিরিয়ানি হাউজের মালিক মো. আবুল হোসেনকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।  পটুয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ জরিমানা করেন।  জেলায় দালাল, মাদক, ভেজাল ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল