বিনোদন ডেস্ক : বেশ কয়েক মাস ধরে ডিভোর্স ও নতুন ‘বিয়ে’র গুঞ্জন নিয়ে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মধ্যেই সবাইকে সারপ্রাইজ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই তারকা।মাহি জানিয়েছেন আগামী ১৩ সেপ্টেম্বর একটি সারপ্রাইজ দেবেন তিনি। যেহেতু সারপ্রাইজ, তাই আর কিছুই খোলাসা করেননি তিনি। কিন্তু সারপ্রাইজটি কী, এখন তা নিয়েই চলছে চর্চা।মাহি ফেসবুকে লেখেন,’ আগামী ১৩ সেপ্টেম্বর আমি সবাইকে একটি সারপ্রাইজ দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ। ’এই পোস্টের পর অনেকে মনে করছেন মাহি হয়তো দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাই তিনি সারপ্রাইজ হিসেবে ওই দিন জানাতে চান। কিন্তু ‘জান্নাত’খ্যাত এই অভিনেত্রী বিয়ের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।এ প্রসঙ্গে মাহি বলেন, ‘না, বিয়ে করিনি। গুজব ছড়ানো হচ্ছে। ’ বিয়ে করেননি অথচ সমুদ্র সৈকতের ধারে মাহিকে একা একা ঘুরতে দেখা গেছে। মানে মাহি একা, কিন্তু ছবি তুলেছেন কে, বা তার সঙ্গে কে রয়েছে সেটা জানা যায়নি। এরই ধারাবাহিকতায় মাহি ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। ওপরওয়ালা তুমি জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ। ’২০১৬ সালের ২৪ মে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সর্বশেষ গত মার্চে ‘লাইভ’ সিনেমার শুটিংয়ে মাহির সঙ্গে দেখা গিয়েছিল অপুকে। এরপর থেকেই আলাদা থাকছিলেন তারা। কিছুদিন আগে দু’জনই আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর জানিয়েছেন। তাদের পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।
আল ইমরান, বগুড়া: রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর (এয়ারপোর্ট) এলাকা পরিদর্শনে আসেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। তিনি সাংবাদিকদের বলেন, বগুড়া এয়ারপোর্ট ( বিমানবন্দর) চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে তবে আছে এখন ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে। দেশের নবম বিমানবন্দর হিসেবে চালু উদ্যোগ নেয়া হয়েছে। হাসান