নিউজ ডেস্ক : আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের আধিপত্যের অবসান ঘটায়, সব মার্কিন সেনা প্রত্যাহারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি। মঙ্গলবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে ভাষণে সেনা প্রত্যাহারের জন্য সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘সেনা প্রত্যাহার’-এর সিদ্ধান্ত ‘আমেরিকার সেরা সিদ্ধান্ত’।জো বাইডেন আরও বলেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি। আফগান যুদ্ধের পরিধি আমেরিকার সরকার আর দীর্ঘ করতে চায় না।এর আগে ৩০ আগস্ট শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর। ফলে আফগানিস্তান অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এরমধ্য দিয়ে শেষ হয়েছে দেশটিতে আমেরিকার দীর্ঘ ২০ বছরের সামরিক অভিযান।এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। কাবুল হাত ছাড়া হওয়ায় পশ্চিমা সমর্থিত আফগান সরকার ও সেনাবাহিনী ভেঙে পড়ে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।