নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ফেরদৌসি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ১২৫/৪ নম্বর বাসার নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।নিহত গৃহবধূর দেবর মো. সোহেল জানান, ফেরদৌসি আক্তারের বাবার বাড়ি কুমিল্লার মুরাগনগর উপজেলার রায়তলা গ্রামে। বাবার নাম ক্বারী আব্দুল রব। সাড়ে নয় বছর আগে ভাই কাউসার আহমেদের সঙ্গে বিয়ে হয় তার। কাউসার রামপুরায় একটি লন্ড্রির দোকানে কাজ করেন, তাদের কোনো সন্তান নেই।তিনি জানান, বিয়ের দীর্ঘদিন পার হওয়ার পরও কোনো সন্তান না হওয়ায় তিন বছর আগে দ্বিতীয় বিয়ে করেন কাউসার। সেই স্ত্রী গ্রামে থাকেন। তার দেড় বছরের একটি ছেলে আছে। দ্বিতীয় স্ত্রী গ্রামে থাকলেও সপ্তাহখানেক আগে তাকে বেড়ানোর উদ্দেশ্যে রামপুরায় এক বড় ভাইয়ের বাসায় নিয়ে আসেন কাউসার। সেখানে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতেন কাউসার।সোমবার (৩০ আগস্ট) রাতে ফেরদৌসি নিজেই স্বামীকে সেই স্ত্রীর কাছে যেতে বলেন। এরপর রাত ১২টার দিকে রামপুরা ওমর আলী লেনে বড় ভাইয়ের বাসায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কাছে যান। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখতে পান। পরে জানলা দিয়ে দেখেন রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ফেরদৌসি। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে নিচে নামান। পরে পুলিশে খবর দেওয়া হয়।হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, গত রাতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করে সকালে বাসায় ফিরে প্রথম স্ত্রী ফেরদৌসিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্বামী কাউসার। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও ময়না তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।