বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। গত ২০ আগস্ট রাশিয়া গেছেন তারা।সেখানে টাইগার সিরিজের তৃতীয় কিস্তির শুটিংয়ে করছেন তারা। এবার সেখান থেকে ভারতে না ফিরে তুরস্ক যাচ্ছেন সালমান-ক্যাটরিনা। রাশিয়ায় শুটিং করার সময় টাইগার সিরিজের নতুন সিনেমার লুক প্রকাশ হয়। যেখানে ভিন্ন লুকে ধরা দিয়েছেন ভাইজান। অন্যদিকে ক্যাটরিনার লুক প্রকাশ না হলেও সেন্ট পিটার্সবার্গের একটি পার্কে বেশ ফুরফুরা মেজাজে দেখা গেছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এরইমধ্যে সিনেমাটির রাশিয়ার অংশের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এরপর শুটিং হবে তুরস্কের ইস্তাম্বুলে। এবারই প্রথম নয়, ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ শুটিং হয়েছিল ইস্তাম্বুলে। সেই রেশ ধরেই টাইগার সিরিজের তৃতীয় সিনেমার শুটিংও এখানে করা হবে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটি নির্মাণ করছেন মণীশ শর্মা। এতে সালমান খান ও ক্যাটরিনা ছাড়াও ভিলেনের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমী।
বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় জেলা কারাগারে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ। তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।