নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ধষর্ণের পর ৯৯৯-এ ফোন দিয়ে ধর্ষক শেখ সোহেল রানাকে (৩৯) পুলিশে ধরিয়ে দিলেন এক নির্যাতিতা। রোববার (২৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে।শেখ সোহেল রানা ওই গ্রামের মজর আলীর ছেলে।সোমবার (৩০ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার গভীর রাতে এক তরুণী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন, সোহেল রানা নামে তার এক নিকটাত্মীয় তাকে ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে রাত ১টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে সোহেল রানা আটক করে। তিনি আরো জানান, এ ঘটনায় সোমবার সকালে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শেখ সোহেল রানাকে সকালেই ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষাসহ আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।