বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাফেজ নুরুল ইসলাম মোল্লা (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (২৭ আগস্ট) রাতে গৌরনদী-গোপালগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।নিহত নুরুল ইসলাম মোল্লা গ্রামের বাড়ি ওই উপজেলার পশ্চিম শাওড়ায়। তিনি পশ্চিম শাওড়া নুরানী মাদ্রাসার পরিচালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন নুরুল ইসলাম। এসময় গৌরনদী-গোপালগঞ্জ সড়কের বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা থেকে ট্রা চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) সকালে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নুরুল ইসলাম মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।