আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৮ আগস্ট) বিকেলে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় কাজী মার্কেটের চারতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই ভবনের তৃতীয় তলায় তালাবদ্ধ ১৭ নম্বর কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় ভাড়াটিয়ারা বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে মালিকপক্ষ বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে কক্ষের বাথরুমের মধ্যে রাখা একটি ড্রামের ভেতরে থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে।আরও জানা গেছে, ওই কক্ষটি আনোয়ার নামে এক ব্যক্তি সাত-আট মাস আগে ভাড়া নেন। এর দু’তিন মাস আগে আনোয়ারের সঙ্গে আরও চারজন যুবক ওই কক্ষে থাকতে শুরু করেন। গত ১৪-১৫ দিন আগে ওই কক্ষ তালাবদ্ধ করে সবাই চলে যান। গত দু’তিন থেকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। শনিবার বিকেলে কক্ষটি থেকে মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী নাসের জানান, মরদেহ পচে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।