আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারায় পুকুরের ডুবে মো. মুরসালিন (৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে।বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এই ঘটনা ঘটে।মুরসালিন ওই এলাকার মো. সুমনের ছেলে।স্থানীয়রা জানান, বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলতে যায় মুরসালিন। দীর্ঘক্ষণ বাড়ি না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পিছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. এমরান  বলেন, হাইলধর এলাকা থেকে পুকুরে ডুবে যাওয়া একটি শিশুকে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি