নিজস্ব প্রতিবেদক : ‘অবৈধ দখল উচ্ছেদে কোনো নোটিশ নয়, সরাসরি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। ’ রজধানীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে আবারও এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।সোমবার (২৩ আগস্ট) রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মেয়র আতিক বলেন, অবৈধ দখলদারদের ডিএনসিসির পক্ষ থেকে কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছেন তাদের আন্তরিক ধন্যবাদ।মেয়র আতিক বলেন, সবার সহযোগিতায় রাস্তাসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি দায়িত্ববান হয়ে অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্তকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সবাই উপকৃত হবে।রাস্তা কারও একার জন্য নয়, সবার ব্যবহারের জন্য। তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তাদের নিজ দায়িত্বে দখল ছেড়ে দিতে আহ্বান জানান মেয়র।পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাউন্সিলর ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।