বরিশালে সংঘর্ষের ঘটনা দুঃখজনক: প্রতিমন্ত্রী

বরিশালে সংঘর্ষের ঘটনা দুঃখজনক: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্খিত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান।বরিশালের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, বরিশালের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্খিত।প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সঙ্গে প্রশাসনের সবসময় সুসম্পর্ক ছিল এবং থাকবে। সবাইকে ভেবে চিন্তে চলার আহ্বান জানান তিনি।  অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, বিএনপির জন্য রাজনীতি নয়, তাদের জন্য হত্যা লুট, জঙ্গিবাদের পৃষ্টপোষকতা।এর আগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি: গণমাধ্যম ও বাংলাদেশর অগ্রযাত্র’ শীর্ষক ভার্চ্যুয়াল সেমিনারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী মুরাদ হাসান আগস্ট বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। পচাত্তরের ১৫ আগস্ট ইতিহাসের মহানায়ক জাতির মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড বাঙালি জাতির কপালে কলঙ্কের কালিমা একে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা, মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙারি জাতিকে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ, জাতিকে দিয়েছিলেন মুক্তির স্বাদ। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৪ শতাংশ। দেশের অর্থনীতি একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। এটাইকি তার অপরাধ? এর জন্যইকি এ হত্যাকাণ্ড? খুনিচক্র বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বাংলাদেশের সমৃদ্ধি সহ্য করতে পারেনি। তাই দেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল।তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু তা কখনই পরিবারকে আঘাত করেনি। বঙ্গবন্ধু নয় মাস পাকিস্তানের জেলে ছিলেন, সেখানে তাকে হত্যা করতে পারেনি। ১৫ আগস্ট হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে হত্যা নয়, সেটি ছিল একটি রাষ্ট্রের অগ্রযাত্রা, একটি রাষ্ট্রের সমৃদ্ধিকে হত্যা করা। এ হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর সব অর্জনকে ধ্বংস করতে চেয়েছিল। খুনি জিয়া পরিবার দেশের সব অর্জনকে ধ্বংস করেছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে এনে বিচার করা হবে। খুনি পরিবারের বিচার বাংলার মাটিতে হবে।এ সময় ভার্চ্যুয়াল সেমিনারে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সচিব মো. মকবুল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক শাহিন ইসলামসহ তথ্য ও সম্প্রচার দপ্তরের কর্মকর্তারা।প্রসঙ্গত, বরিশালে বুধবার (১৯ আগস্ট) রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই রাতে সদর উপজেলা ইউএনওর মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণার পাঠক ছিলেন জিয়া: কাদের

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা