কার্তিক আরিয়ানের নায়িকা হলেন আলিয়া ফার্নিচারওয়ালা

কার্তিক আরিয়ানের নায়িকা হলেন আলিয়া ফার্নিচারওয়ালা
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তার পরবর্তী সিনেমা ‘ফ্রেডি’ শুটিং শুরু করেছেন কিছুদিন আগে। সিনেমাটিতে তার নায়িকা কে হচ্ছেন, তা জানার জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন।

‘জওয়ানি জানেমন’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে আলিয়ার। সিনেমাটিতে সাইফ আলী খানের কন্যার চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি। এবার তিনি রোমান্স করবেন কার্তিকের সঙ্গে।

শনিবার (২১ আগস্ট) ‘ফ্রেডি’ সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে জানান আলিয়া। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ফ্রেডি’র জন্য তৈরি! আমি দারুণ খুশি একটা এমন সুন্দর টিমের অংশ হতে পেরে।

শশাঙ্ক ঘোষ পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বালাজি টেলিফিল্মস এবং নর্দান লাইটস ফিল্মস।

এর আগে ‘ইউ-টার্ন’ সিনেমার কাজ শুরু করেছেন আলিয়া। ‘ফ্রেডি’ তার তৃতীয় সিনেমা হতে চলেছে।

এদিকে, কার্তিক ‘ফ্রেডি’ ছাড়াও নেটফ্লিক্সের ‘ধমাকা’, ‘ভুল ভুলাইয়া ২’ এবং হংসল মেহতার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি