এবার ভারতকে তালেবানের হুঁশিয়ারি 

এবার ভারতকে তালেবানের হুঁশিয়ারি 
নিউজ ডেস্ক : আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বড় শহর দখল করে নিচ্ছে তালেবান বিদ্রোহীরা। ফলে পতনের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন আশরাফ গনি সরকার।শনিবার ১৪ আগস্ট সকাল পর্যন্ত দেশটির রাজধানী কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে তালেবান বিদ্রোহীরা। সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ।  এই অবস্থায় আফগানিস্তানে সৈন্য পাঠানো নিয়ে ভারতকে হুশিয়ারি দিয়েছে তালেবান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিলেন তালেবানের মুখপাত্র মুহাম্মদ সোহেল শাহীন।  সোহেল শাহিন বলেন, আফগানিস্তানে ভারত যদি নিজেদের উপস্থিতির জানান দেয় তবে তা তাদের জন্যে ভালো হবে না।তালেবানের মুখপাত্র মহম্মদ সোহেল শাহীন বলেন, ‘আমাদের স্পষ্ট নীতি হলো যে আফগান মাটি ব্যবহার করে কেউ দেশের বিরুদ্ধে কাজ করতে পারবে না। তাছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধেও আমাদের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। ’এরই মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানী ছাড়াও কান্দাহারের মতো বড় শহরে বিজয় পতাকা উড়িয়েছে তালেবান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

ফরিদপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল