ঢাকার এসপির বাসভবনে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু

ঢাকার এসপির বাসভবনে গুলিবিদ্ধ হয়ে কনস্টেবলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের (এসপি) বাংলোয় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মেহেদী হাসান (২২) নামে এক পুলিশ কনস্টেবল।  তিনি নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কনস্টেবল মেহেদীকে হাসপাতালে নিয়ে আসা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আ. ছালাম  জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঢাকা জেলার এসপির বাংলো থেকে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তার থুতনিতে গুলিবিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়েই তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

পুলিশ কর্মকর্তারা জানায়, কনস্টেবল মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহেলা গ্রামে। তার বাবার নাম আব্দুল হানিফ। মেহেদীর কনস্টেবল নম্বর ১৩২৫।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না