মানিকগঞ্জে ডাকাতি হওয়া ৪৩ লাখ টাকার সুতাসহ গ্রেফতার ৪ 

মানিকগঞ্জে ডাকাতি হওয়া ৪৩ লাখ টাকার সুতাসহ গ্রেফতার ৪ 
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে রাইজিং নিট টেক্সটাইলস লিমিটেড  নামে একটি পোশাক কারখানা থেকে ডাকাতি হওয়া ৪৩ লাখ টাকার সুতাসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।ফতারকৃতরা হলেন- আব্দুল করিম, মো. রেজাউল, ওবায়দুল ও লিটন শেখ।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, গত ১ আগস্ট ভোরে রাইজিং নিট টেক্সটাইলস লিমিটেডের প্রাচীরের নিচের ফাঁকা জায়গা দিয়ে ১২/১৩ জনের একদল ডাকাত কারখানায় ঢোকে। এসময় সিকিউরিটি গার্ডদের পিটিয়ে এবং অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে ডাকাতরা রেজিস্ট্রেশন বিহীন কাভার্ড ভ্যানে করে ৪৩ লাখ ৪৩ হাজার ৫৬৩ টাকার সুতাসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।এ ঘটনায় সাটুরিয়া থানায় মামলা হলে মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ লুণ্ঠিত সুতা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ আরও নানা অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি