হেলেনা মন্ত্রীর নাম ভাঙিয়েছেন কিনা খতিয়ে দেখছে র‌্যাব

হেলেনা মন্ত্রীর নাম ভাঙিয়েছেন কিনা খতিয়ে দেখছে র‌্যাব
নিজস্ব প্রতিবেদক :  আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত ও গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের পরিচালিত জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সম্পর্ক প্রতারণার অংশ কিনা খতিয়ে দেখছে র‌্যাব।হেলেনা জাহাঙ্গীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নাম ভাঙিয়ে স্বার্থ হাসিল করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।জয়যাত্রা টিভির সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সম্পর্ক রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জয়যাত্রা টেলিভিশন আইপিটিভির নামে স্যাটেলাইট টিভি পরিচালনা করে আসছিল। স্যাটেলাইট টিভি সম্প্রচারের সমস্ত কিছু তাদের সেখানে ছিল।তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টেলিভিশনে বিভিন্ন সময় বিভিন্ন জনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়ে আসতেন। সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে হাজির করার চেষ্টা করতেন। আমরা দেখেছি বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি ব্যবহার করতেন—নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, মানুষের সঙ্গে প্রতারণার জন্য। আপনারা যেটা বলেছেন, সেটা এই ধরনের প্রতারণার অংশ কিনা তা গোয়েন্দা সংস্থা সহ র‌্যাব খতিয়ে দেখছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি