নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গলায় ফাঁস দিয়ে হাসি আক্তার (২৮) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।বুধবার (২৮ জুলাই) উপজেলার কালাপাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হাসি আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী পরশ আলীর স্ত্রী এবং একই গ্রামের রফিকের মেয়ে।আড়াইহাজার কালাপাহাড়িয়ার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার অরুনা নামে এক মেয়ে ও ইয়ামিন নামে এক ছেলে রয়েছে।তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।