কাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই

কাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই
আন্তর্জাতিক  ডেস্ক : কাশ্মীরের আঞ্চলিক ভোটে জয় পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)।  পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল রশিদ সুলেহরিয়া এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।রবিবার কঠোর নিরাপত্তার মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। কাশ্মীরের ৪৫টি আসনের মধ্যে পিটিআই ২৫টি, বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০টি এবং নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে মাত্র ৬টি আসন ।ফলাফল ঘোষণার পর নির্বাচনে ইমরান খানের দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে বিরোধী দলগুলো।  তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যসহ ছয়জন নিহত হয়। আহতও হয় বেশ কয়েকজন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন